চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সরকারি হাসপাতালে ১হাজার PPE কিট দিচ্ছেন ফারহান

May 07, 2020, 20:02 PM IST
1/6

করোনার প্রকোপের মধ্যে যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে চলেছেন, সেই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য এবার এগিয়ে এলেন বলিউড অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতকার ফারহান আখতার। 

2/6

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার PPE (personal protective equipment) কিট  ব্যক্তিগতভাবে দিচ্ছেন ফারহান আখতার।

3/6

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে ফারহান বলেছেন, ''এই মুহূর্তে আমরা যে যার নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি। তবে এই মুহূর্তে এমন অনেকে রয়েছেন যাঁরা উল্টো পথে হেঁটেছেন, তাঁরা হলেন মেডিক্যাল টিম। বর্তমানে কোভিড ১৯-এর বিরুদ্ধে যে লড়াই চলছে, সেই লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাঁরা। আমাদের এই সৈনিকদের পিপিই কিট  (personal protective equipment)  এর প্রয়োজন। যাতে তাঁর এই লড়াই লড়তে পারেন। তা না হলে এই ভাইরাস তাঁদেরকে আকে আক্রমণ করবেন। তবে এমন অনেক হাসপাতাল রয়েছে যেখানে প্রয়োজন মতো এই পিপিই কিট নেই। এদের মধ্যে একজনও যদি আক্রান্ত হন, তাহলে গোটা টিম কাজ করতে পারবে না। তাই আমাদের এদের সুরক্ষার জন্য এগিয়ে আসা উচিত।''

4/6

ফারহান আরও বলেন, ''আমি বিভিন্ন সরকারি হাসপাতালে ১০০০ পিপিই কিট দিচ্ছি, আপনারও এগিয়ে আসুন। এটা আমাদের অনুরোধ। আপনাদের পক্ষে যতট সম্ভব অনুদান দিন। প্রত্যেক পিপিই কিট-এর দাম ৬৫০ টাকা। আর এই অনুদানের জন্য ইচ্ছুক ব্যক্তিকে www.tring,co,in-ওয়েবসাইটে ঢুকে অনুদান দেওয়ার কথা বলেছেন। যে ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।''

5/6

ফারহান আখতার বলেন, ''যাঁর এই অনুদান দেবেন তাঁদের তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবেন, তা সে মেসেজ, ফোনকল ও ভিডিয়ো কলের মাধ্যমেও হতে পারে।''

6/6

এভাবেই করোনা যুদ্ধে সৈনিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ফারহান।