1/6
ভেঙে পড়ছে বিখ্যাত Darwin's Arch। এই আর্চ সুবিখ্যাত Galapagos Islands-য়ে। জানা গিয়েছে আর্চের মাথার অংশ ভেঙে পড়ে গিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, পাথরের প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলেই এই ধস। Ecuador's Environment Ministry সোমবার তাদের ফেসবুক পেজে এই খবর জানিয়েছে। সেখানে দেখা যায়, আর্চের উপরের বাঁকা অংশটুকু ধসে পড়েছে। নিচে পড়ে আছে ভাঙা পাথরের স্তূপ।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
এই দ্বীপপুঞ্জের প্রাণী ও উদ্ভিদের (flora and fauna) বৈচিত্র্য অসাধারণ। সেই কারণেই চার্লস ডারউইন তাঁর কাজের জন্য এই দ্বীপটি বেছে নিয়েছিলেন। এবং Ecuador থেকে সুদূর এই দ্বীপে থেকে পর্যবেক্ষণ করতে করতেই তিনি তাঁর বিবর্তন (evolution) তত্ত্ব তৈরি করেছিলেন। শুধু স্থলচরই নয় এই দ্বীপটির সংলগ্ন জলে বিচিত্র জলজ প্রাণী ও উদ্ভিদও দেখা যায়।
6/6
photos