1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
একসঙ্গে পাঁচটি সিগারেট জ্বালিয়ে টান দেন। আবার পাইপেও টান দেন। তবে তামাক-ভরা পাইপ নয়। গোবর (dried cow dung) পুড়িয়ে পুরনো পাইপের মাধ্যমে টান দেন। এতেই নাকি তাঁর চরম সুখ! তিনি দাবি করেন, ধূমপানের ব্যাপারে তিনি নাকি বেশ শৌখিন কিন্তু স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে উঠতে হঠাত্ এমন সৃষ্টিছাড়া হলেন কী ভাবে আমৌ?
6/6
কমবয়সে কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আমৌ। তার পর থেকেই এমন অদ্ভুত জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েন তিনি। তিনি গ্রামের বাইরে একটি গুহা মতন বানিয়ে তাতে থাকেন। সংলগ্ন গ্রামের বাসিন্দারা তাঁর জন্য একটা কুটির বানিয়ে দিয়েছেন, কিন্তু আমৌ এতে থাকা পছন্দ করেন না। গ্রামবাসীরা বলেন, আমৌ যখন স্থির হয়ে বসে থাকেন তখন তাঁকে একেবারে মাটি বা পাথরের অংশ বলে মনে হয়। তাঁর গায়ের রং একেবারে মাটির মতো। তবে আমৌ একই জায়গায় দীর্ঘদিন থাকেন না। তিনি nomadic জীবনই যাপন করে চলেছেন।
photos