Extremely Severe Cyclone: এবার ধেয়ে আসছে ভয়ংকর তীব্র এক ঘূর্ণিঝড়! সাগরের বুকে ঢেউয়ের পাহাড়, পরবর্তী ৪৮ ঘণ্টা...

Extremely Severe Cyclone at Festive Season: অচিরেই হয়তো বর্ষা বিদায় নেবে। কিন্তু তার আগেই আবহাওয়ার যা চেহারা, তাতে বাঙালি সিঁদুরে মেঘ দেখছে।

| Oct 06, 2024, 15:33 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা থেকে এখনও বর্ষা বিদায় নেয়নি। এতদিনে বিদায় নেওয়ার কথাই ছিল। কিন্তু মৌসুমি অক্ষরেখা বেশ কিছু দিন ধরে একটা জায়গায় থমকে ছিল। এবার সেটি নড়েচড়ে উঠেছে। অচিরেই হয়তো বর্ষা বিদায় নেবে। কিন্তু তার আগেই আবহাওয়ার যা চেহারা, তাতে বাঙালি সিঁদুরে মেঘ দেখছে। 

1/6

হারিকেন-টর্নেডো

বিশ্বজুড়ে ঝড়-হারিকেন-টর্নেডো! কখনও ক্রাথন, কখনও কির্ক, কখনও ডিপ ডিপ্রেশন এবং তা থেকে সাইক্লোন। 

2/6

বঙ্গোপসাগরে

কখনও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। কখনও তা থেকে সিভিয়ার সাইক্লোনের চোখরাঙানি।

3/6

আরবসাগরে

তবে এবার কেন্দ্র আরবসাগর। ক্যাটেগরির দিক দিয়ে এটি হতে চলেছে 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন'। 

4/6

প্রবল বৃষ্টি

এর জেরে কর্ণাটকে ও কেরালায় প্রবল বৃষ্টি হবে বলে বলা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে গুজরাটও ভেসে যাবে। 

5/6

নবরাত্রি, দশেরা

সাধারণত বঙ্গোপসাগরই উত্তাল থাকে, আরবসাগর তুলনায় অনেক শান্ত। কিন্তু এবার উল্টো কাণ্ড ঘটতে চলেছে। আর এর জেরে নবরাত্রি, দশেরার উৎসবমুখরিত অঞ্চল বেশ শঙ্কিত হয়ে আছে।

6/6

পরবর্তী ৪৮ ঘণ্টা

মোটামুটি তথ্য হল এরকম: আগামী ১১ অক্টোবর আরবসাগরে এই ঝড়টি তৈরি হবে। এটি ১৬ বা ১৭ অক্টোবরে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন হবে। ঠিক কবে কেথায় কখন এর ল্যান্ডফল-- তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে রবিবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুবই সতর্ক হয়ে পর্যবেক্ষণ করতে হবে।