Purulia Mini Zoo: তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি, বন্যপ্রাণদের দেওয়া হচ্ছে ওআরএস, ভল্লুক খাচ্ছে লাল তরমুজ
1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
সম্বর, চিতল, হরিণের জন্য তৈরি করা হয়েছে ওয়ালপুল। হরিণ যাতে খাঁচার মধ্যে এই প্রবল তাপেও বিচরণ করতে পারে তার জন্য মাথার উপরে দেওয়া হচ্ছে অ্যাগ্রো নেট। একইভাবে ফিশিং ক্যাট, হায়নার মতো বন্যপ্রাণীরা যাতে খাঁচার মধ্যে এই রোদেও ঘোরাফেরা করতে পারে তাই আমব্রেলা শেডে শীতল রাখা হয়েছে । এছাড়া আগে থেকেই সম্বর ও চিতল হরিণের জন্য মাথার উপর খড়ের আচ্ছাদন তৈরি করা হয়েছে। সঙ্গে আছে একটি স্থায়ী আচ্ছাদন এবং সবুজ রঙের অ্যাডবেস্টার্স। -তথ্য ও ছবি-মনোরঞ্জন মিশ্র
5/5
photos