পিটিএস থেকে ৭ মিনিটেই বাইপাস, খুলে যাচ্ছে 'মা'-এর সংযোগকারী সেতু

Feb 02, 2019, 20:19 PM IST
1/5

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মা উড়ালপুলের সঙ্গে এজিসি বোস রোড উড়ালপুলের সংযোগকারী রাস্তায় চলছে রঙের কাজ। 

2/5

আর হবে নাই বা কেন! আগামী ৬ ফেব্রুয়ারি উড়ালপুলের বর্ধিত এই অংশটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এই রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

3/5

শনিবার উড়ালপুলের বর্ধিত অংশটি ঘুরে দেখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।  

4/5

প্রায় ১.১ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা দিয়ে ৭ থেকে ১০ মিনিটের মধ্যে বাইপাস থেকে পিটিএস পৌঁছে যাবেন শহরবাসী।  

5/5

এই বর্ধিত উড়ালপুলটি চালু হলে পার্ক সার্কাস থেকে মা উড়ালপুলে যান ওঠার পথটি খুলে দেওয়ার ভাবনাচিন্তা করছে প্রশাসন। বর্তমানে মা ফ্লাইওভারে উঠতে গেলে পিটিএস থেকে এজিসি বোস রোড ফ্লাইওভার ধরতে হয়।