চায়ের কাপে ডোবানের আগে একবার ভাবুন

Feb 02, 2019, 20:18 PM IST
1/5

S 5

S 5

চায়ে পে চর্চা থেকে চায়ের পেয়ালায় তুফান। শুধুমাত্র বাঙালির কাছে কেন দেশের একটি জনপ্রিয় পানীয় চা। এর জন্য অনেকই ব্যবহার করেন টি ব্যাগ। কিন্তু এই টি ব্যাগই মারাত্মক হতে পারে স্বাস্থ্যের জন্য।

2/5

S 4

S 4

টি ব্যাগে যে পিন দিয়ে চায়ের থলিতে চা আটকানো হয় সেই পিনই ঘাতক হতে পারে। এমনটাই মনে করছে ফুড সেফটি অ্যান্ড স্ট্য়ান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া বা এফএসএসআই। ওই পিন নিষিদ্ধ করতে চাইছে সংস্থা।

3/5

S 3

S 3

এফএসএসএআই বুধবার টি ব্যাগ উত্পাদনকারী কোম্পানিগুলিকে জানিয়ে দিয়েছে আগামী ৩০ জুনের মধ্যে টি ব্যাগ থেকে ওই পিন সরাতে হবে।

4/5

S 2

S 2

এফএসএসএআই ওইসব কোম্পানিগুলিকে জানিয়েছে, এক্ষণই টি ব্যাগের উত্পাদন বন্ধ করে স্টক খালি করা হোক।

5/5

s 1

s 1

এনিয়ে দ্বিতীয়বার ওই পিন নিষিদ্ধ করার লক্ষ্যে সরব হল এফএসএসএআই। এবার আর ওই দিনক্ষণ বদল হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।