যে কোনও সময় হতে পারে শক্তিশালী ভূমিকম্প! আশঙ্কাবাণী শোনালেন বিশেষজ্ঞরা...

Mar 23, 2023, 12:16 PM IST
1/6

তীব্র ভূমিকম্পের আশঙ্কা

Massive earthquake anytime

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে কোনও সময় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে মাটি। হিমালয়ান রিজিয়ন বা উত্তরের হিমালয় অঞ্চল সম্পর্কে এমনই আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা।

2/6

তীব্র ভূমিকম্পের আশঙ্কা

Massive earthquake anytime

মঙ্গলবার সন্ধ্যায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর আফগানিস্তান। সেই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে ভারত, পাকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন, আফগানিস্তান ও কিরগিজস্তানের বিস্তীর্ণ এলাকাও কেঁপে ওঠে।

3/6

তীব্র ভূমিকম্পের আশঙ্কা

Massive earthquake anytime

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি-এনসিআর অঞ্চলে কম্পনের তীব্রতা ভালোই ছিল। ভয়ে সবাই বহুজল ছেড়ে রাস্তায় নেমে আসে। মঙ্গলবারের পর বুধবারও একবার কেঁপে ওঠে দিল্লির মাটি।

4/6

তীব্র ভূমিকম্পের আশঙ্কা

Massive earthquake anytime

শুধু দিল্লি নয়। উত্তররের উত্তরাখন্ড, পাঞ্জাব, কাশ্মীর প্রভৃতি রাজ্যেও আতঙ্কে মানুষকে ছুটোছুটি করতে দেখা যায়। কম্পন টের পাওয়া যায় হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও রাজস্থানেও।

5/6

তীব্র ভূমিকম্পের আশঙ্কা

Massive earthquake anytime

প্রসঙ্গত, এই মার্চেই ৬ বার ভূমিকম্প কেঁপে উঠেছে ভারত। রিখটার স্কেলে যে কম্পনগুলির মাত্রা ছিল ৪-এর উপরে। ফলে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে, তবে দেশে কি আগামী দিনে কোনও ভয়াবহ ও বড় ধরনের ভূমিকম্প হতে চলেছে?  

6/6

তীব্র ভূমিকম্পের আশঙ্কা

Massive earthquake anytime

যে পরিপ্রেক্ষিতে ভূবিজ্ঞানীরা বলছেন, শিগগিরই যে কোনও সময় হিমালয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ হিমালয় অঞ্চলটি সিসমিক জোন V। যেটি খুব তীব্র তীব্রতা অঞ্চলের অধীনে পড়ে।