Weather Today: মহানগরে নামল তাপমাত্রা, তাপপ্রবাহ জারি রাজ্যে

Apr 27, 2022, 07:15 AM IST
1/6

দক্ষিণবঙ্গে জারি তাপপ্রবাহ

heatwave in south bengal

দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আজও তীব্র থাকবে গরম। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বইবে লু।  

2/6

কলকাতায় নামল পারদ

kolkata temperature

কলকাতায় পারদ নামল। পরশু তাপমাত্রা ছিল ৩৯.৫। সেখান থেকে পারদ একলাফে গতকাল পৌছায় ৩৭ ডিগ্রিতে। এই সময়ের স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী এই তাপমাত্রা।

3/6

কলকাতার আবহাওয়া

weather of kolkata

কলকাতায় বুধবার থেকে লু-এর প্রকোপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। যদিও আর্দ্রতার ফলে ঘামের প্রকোপ বাড়বে।  

4/6

শুক্রবার থেকে পরিবর্তন আবহাওয়ায়

change in weather from friday

শুক্রবার আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে দাবদাহের পরিস্থিতি কমবে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

5/6

বাড়বে অস্বস্তি

increased uneasiness

শনিবার চরমে উঠবে স্বস্তি সূচক। সোমবার গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা।  

6/6

উত্তরবঙ্গের আবহাওয়া

north bengal weather

উত্তরবঙ্গে প্রকৃতি অনেকটাই সদয় থাকবে। বুধবারও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৮ তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। ২৯ তারিখ পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ২৯ তারিখেও চলবে।