নিজস্ব প্রতিবেদন: ১৮ বছর হয়ে গেলেও আর ধূমপান করা যাবে না। এমনই নিয়ম হতে চলেছে দেশে। নয়া নিয়ম কার্যকর করতে পুরোনো আইনকে সংশোধন করার খসড়া তৈরি হয়েছে।
2/7
নতুন নিয়ম মোতাবেক ২১ বছরের আগে ধূমপান করা যাবে না। শুধু তাই নয়, সিগারেট-সহ যে কোনও তামাকজাত সামগ্রী কেনার ন্যূনতম বয়স বাড়ানোর পথে হাঁটতে চাইছে কেন্দ্র।
photos
TRENDING NOW
3/7
Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020 নামক আইনের খসড়া তৈরি করেছে। এই খসড়ায় ধূমপানের ন্যূনতম বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে।
4/7
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটার দুরত্বের মধ্যে তামাকজাত নেশাদ্রব্যের দোকান রাখা যাবে না বলে উল্লেখ রয়েছে ওই খসড়ায়।
5/7
এই আইন কার্যকর হওয়ার পর দেশে সিগারেটের বিক্রির নিয়মেও পরিবর্তন আসবে। সাত নম্বর ধারায় লেখা আছে, আগামী দিনে একটা দুটো সিগারেট বিক্রি করা যাব না। সিলড প্যাকেটেই বিক্রি করতে হবে।
6/7
খুচরো সিগারেট বিক্রি করলে দু’বছরের জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা করা হবে বিক্রেতার। ২১ বছরের কম বয়সির কাছে বিক্রি করা যাবে না সিগারেট বা তামাকজাত দ্রব্য। বিক্রেতা তৃতীয়বার একই ভুল করলে ৫ বছরের জেল সহ ৫ লক্ষ টাকা জরিমানা হবে।
7/7
এই বিল মোতাবেক, ধূমপান নিষিদ্ধ এলাকায় তামাকজাত নেশার দ্রব্য সেবন করলে মোটা টাকা জরিমানা হবে।জরিমানার পরিমাণ ২ হাজার টাকা পর্যন্ত।