সুখবর! লোকসভা ভোটের আগে বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার

Feb 21, 2019, 17:22 PM IST
1/4

লোকসভা ভোটের আগে চাকরিজীবীদের জন্য সুখবর। চলতি অর্থবর্ষে বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার।   

2/4

২০১৮-১৯ আর্থিক বছরে সুদ ৮.৫৫% থেকে বাড়িয়ে ৮.৬৫% করার কথা ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।  

3/4

শ্রম মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি ইপিএফও-র সুদ নিয়ে সিদ্ধান্ত নেয়। তা চূড়ান্চ অনুমোদন দেয় অর্থমন্ত্রক। সেই মতো  পিএফ অ্যাকাউন্টে সুদ জমা দেয় সরকার। 

4/4

গত অর্থবর্ষ অর্থাত্ ২০১৭-১৮ সালে সর্বনিম্ন সুদ (৮.৫৫%) দেওয়া হয়েছিল। ২০১৬-১৭ সালে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। তার আগে ২০১৫-১৬ আর্থিক বছরে ৮.৮ শতাংশ ছিল সুদের হার।