কীভাবে হবে ভোট গণনা? জেনে নিন গণনা প্রক্রিয়ার প্রতিটি ধাপ

May 22, 2019, 16:15 PM IST
1/10

২৩ তারিখ কীভাবে হবে ভোট গণনা? গণনা প্রক্রিয়ার প্রতিটি ধাপ, ব্যাখ্য়া করল কমিশন

2/10

রাজ্যের ৪২ আসনের জন্য রয়েছে মোট ৫৮টি গণনা কেন্দ্র

3/10

বৃহস্পতিবার সকাল ৮টায় স্ট্রংরুম থেকে গণনা শুরু হবে।

4/10

স্ট্রংরুম খুলে ইভিএম আনার সময় ভিডিয়োগ্রাফির ব্যবস্থা থাকবে। সেখানে উপস্থিত থাকবেন সব দলের প্রার্থী বা তাঁর এজেন্ট।

5/10

প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম, সবশেষে ভিভিপ্যাট। এক একটি হলে ৭ থেকে ১৪টি টেবিল থাকতে পারে।

6/10

হলের গণনা প্রক্রিয়ার পুরোটাই ভিডিয়োবন্দি হবে। হলের দায়িত্বে থাকবেন অবজার্ভার।

7/10

প্রত্যেক টেবলিে সব দলের প্রার্থীর এজেন্ট, কাউন্টিং অবজার্ভার, মাইক্রো অবজার্ভার থাকবেন। গণনা চলবে ১৭ থেকে ২০ রাউন্ড।

8/10

ইভিএমের রেজাল্ট বোতাম টিপলে ভোটের ফল দেখা যাবে। ম্যানুয়ালি ও কম্পিউটারে দু'ভাবেই রেজাল্টের হিসেব হবে।

9/10

গণনার শেষে সকলের সই নেওয়ার পর তা 'নিউ সুবিধা' অ্যাপে আপলোড হবে। তার পর গোনা হবে ভিভিপ্যাট।

10/10

৫টি ভিভিপ্যাট বেছে নিয়ে গণনা হবে। ভিভিপ্যাটের প্রতিটি স্লিপ গুনে দেখা হবে।