বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

Feb 27, 2019, 14:22 PM IST
1/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

ভারতের আকাশসীমায় পাকিস্তানের দু'টি F-16 বিমান ঢুকে পড়ায় জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের আকাশসীমায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

2/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

দেশের আটটি বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে, শ্রীনগর, জম্মু, লে, অমৃতসর, পাঠানকোট, গগ্গল, দেরাদুন ও চণ্ডীগড়।

3/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

বুধবার বায়ুসেনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাদের ব্যবহারের জন্যই ওই বিমানবন্দরগুলিতে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হচ্ছে।

4/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

তিনমাসের জন্য বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে।

5/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এর পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ। সকলেই পাকিস্তানের বিরুদ্ধে বদলার দাবি জানিয়েছিলেন।

6/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

মঙ্গলবার ভোররাতে পালটা প্রত্যাঘাত করে ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস হয়ে যায় জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি।

7/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

তার পর নিয়ন্ত্রণরেখা বরাবর পালটা হামলা চালাচ্ছে পাকিস্তান। বুধবার সকালে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের দু'টি F-16 যুদ্ধবিমান। তার মধ্যে একটিকে ধ্বংস করে দেয় বায়ুসেনা।

8/8

বন্ধ বিমানবন্দর

বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

এই ঘটনা সামনে আসার ঘণ্টাখানেকের মধ্যেই বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হয়।