EXPLAINED | Lord Shani Dev: পাতে থাক স্রেফ দুই মশলা, কর্মফল-ন্যায়ের দেবতা হবেন তুষ্ট, সর্বদা থাকবেন শনির কৃপায়

Dec 10, 2024, 20:52 PM IST
1/6

শনি দেব

 Lord Shani Dev

শনির নেতিবাচক প্রভাবের কারণে মানুষকে অনেক সমস্যা ও ঝামেলায় পড়তে হয়। বৈদিক শাস্ত্রে মানুষকে শনিদেবের কু-প্রভাব দূর করার অনেক উপায় বলা হয়েছে। শনিদেব ব্যক্তিকে তার কর্মের ভিত্তিতে শাস্তি দেন। আর শনিদেবের কৃপায় বদলে যায় জীবন। কর্মফল-ন্যায়ের দেবতাকে আপনি করতে পারেন তুষ্ট। জেনে নিন কীভাবে সর্বদা থাকবেন শনির কৃপায়

2/6

নীচে দেওয়া ভগবান শনিকে উত্‍সর্গীকৃত মন্ত্রটি জপ করুন

Chant the mantra dedicated to Lord Shani

বেদিক মন্ত্র , শনি তান্ত্রিক মন্ত্র, শনি বীজ মন্ত্র জপ করুন। আপনি দাতুরা মূল, বিচ্চু মুল, সর্বোচ্চ মানের নীল নীলকান্তমণি, বা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এতে আপনার কুণ্ডলীতে শনির অবস্থান শক্তিশালী হবে এবং শুভ ফল পাবেন।

3/6

কালো রঙের গরুকে খাওয়ান

  Feed A Black Colored Cow

শনির কৃপা লাভের জন্য প্রতি শনিবার কালো রঙের গরুকে গমের তাল বানিয়ে খাওয়ান। আপনি তার কপালে লাল সিদুঁরের তিলকও লাগাতে পারেন এবং ভগবান শনিকে স্মরণ করতে পারেন। প্রতি শনিবার পিপল গাছে দুধ বা জল নিবেদন করুন এবং পূজা করুন।

4/6

দরিদ্রদের সাহায্য় করা

Helping Poor

ভগবান শনির আশীর্বাদ লাভের অন্যতম উপায় হল- শনিবার দরিদ্রদের ওষুধ ও স্বাস্থ্যসেবা দেওয়া। 

5/6

শনি যন্ত্র

Shani Yantra

যথাযথ আচার-অনুষ্ঠান সহ শনি যন্ত্র স্থাপন করুন এবং নিয়মিত এটির পুজো করুন। 

6/6

শনিদেবকে তুষ্ট করার সহজ ও কার্যকরী প্রতিকার

Easy and Effective Remedies To Appease Shani Dev

খাদ্যতালিকায় কালো মরিচ এবং নুন রাখুন। ভগবান শনিকে তুষ্ট করার অন্যতম উপায় এটি। যা অনেকেরই অজানা।