আই লিগ রানার্সদের বিমানবন্দরে স্বাগত জানাল 'বদলে যাওয়া' সমর্থকরা!

| Mar 11, 2019, 11:36 AM IST
1/8

2

কোঝিকোড়ে স্বপ্নভঙ্গ! শনিবার আই লিগের শেষ ম্যাচে গোকুলামকে হারালেও আই লিগে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

2/8

2

কোঝিকোড়ে খেলা থাকায় শেষ ম্যাচটি ক্লাব লনে জায়ান্ট স্ক্রিনে দেখার সুযোগ ছিল লাল-হলুদ সমর্থকদের জন্য।

3/8

3

কোঝিকোড়ে আই লিগ রানার্স হওয়ার পর টিম হোটেলে সমর্থকদের মিষ্টি মুখ করান কোয়েস কর্তারা। সেখানে হাজির ছিলেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাকও।  

4/8

4

আই লিগ রানার্স হলেও স্বপ্নভঙ্গের হতাশা কাটিয়ে রবিবার বিমান বন্দরে হাজির ছিলেন শয়ে শয়ে লাল-হলুদ সমর্থকরা।

5/8

5

মুখে স্লোগান, হাতে প্ল্যকার্ড। ফুটবলারদের স্বাগত জানাতে হাজির ইস্টবেঙ্গল সমর্থকরা।  

6/8

6

সমর্থকদের মধ্যে দিয়ে বেরিয়ে এলেন ফুটবলাররা।  

7/8

7

খেতাব জেতেনি তাও এমন ভাবেই রানার্স দলকে স্বাগত জানাল.. এমন দৃশ্য কবে দেখেছে কলকাতা!  

8/8

8

তবে কি ময়দানি ফুটবল সংস্কৃতি বদলে গেল? ট্রফি না জিতলেও আর গালাগালি নয়, কলকাতা ফুটবলের সেই সংস্কৃতিটাই এবার বদলে গেল বীরবন্দনায়।