এবার ওপার বাংলায় ভার্চুয়াল বিয়ে, মুসলিম সমাজে এটাই বৈধ বিবাহ, বলছে পাত্র

Oct 17, 2020, 13:12 PM IST
1/5

নিজস্ব  প্রতিবেদন: করোনা কালে  বিদেশি  কন্যার সঙ্গে ভার্চুয়াল বিয়ে হল কাটোয়ায়। মুসলিম বিবাহ আইন মোতাবেক কাজীর উপস্থিতিতে বাংলাদেশি মুদ্রায় চব্বিশ হাজার টাকার  দেন-মোহরের বিনিময়ে  শাদি কবুল করলেন কুয়েতের বাসিন্দা  সাহেরান ফতেমা।

2/5

পূর্ব বর্ধমানের  দাঁইহাটের কাজী পাড়ার বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক মীর আবুতালেব আলি  ভার্চুয়াল বিয়েতে দারুণ খুশি। তিন বছরের প্রেমের সম্পর্কব  ভার্চুয়াল বিয়ের মাধ্যমে পাকা হল। 

3/5

  বাইশ বছরের যুবতী সাহেরান ফতেমা তার  দিদির কিডনি  চিকিৎসা  করাতে ২০১৮ সালের মার্চ মাসে  কুয়েত থেকে  ভারতের ভেলোর খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। দক্ষিণ ভারতের ভেলোর খ্রিস্টান  মেডিক্যাল কলেজ  হাসপাতালে দাঁইহাটের বাসিন্দা মীর আবু তালেব  একই সময়ে কিডনির চিকিৎসা  করাতে যায়। 

4/5

হাসপাতালে লবিতে দুই জনের পরিচয় হয়। পরিচয়ের পর সম্পর্ক তৈরি হয়। ২০২০ সালে  জানুয়ারিতে  শারীরিক  পরীক্ষা করাতে মীর আবু তালেব  যখন ভেলোরে যায় তখন   কুয়েতের বাসিন্দা যুবতী  ফাতেমা  দিদির চেক আপের জন্য ভারতে আসেন। 

5/5

২০২০ সালে ফেব্রুয়ারিতে ভেলোরের একটি আবাসিক হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান পর্ব শেষ হয়।কিন্তু করোনা মহামারির কারণে আবু তালেবের  বিয়ে করতে  কুয়েত যাওয়া হয় নি। করোনা মহামারির কারণে বাংলাদেশের ঢাকার উত্তরার  আত্মীয়ের  বাড়ি থেকে সাহেরান ফতেমা  কাজীর উপস্থিতিতে কবুল বললেন। এদিকে দাঁইহাটের  কাজী পাড়ার  নিজের বাড়ি থেকে  মীর আবু তালেব  ভার্চুয়ালি কবুল শুনলেন।  দাঁইহাটের কাজীপাড়ার মীর আবু তালেবের আত্মীয় কাজী আবদুল্লা আনসাবহা জানান, মৌলানাদের সঙ্গে যোগাযোগ করে এই ভার্চুয়াল বিয়ে হল।করোনা সময়ে  মুসলিম সমাজে এটা বৈধ বিবাহ।