Durga Puja 2023: কখন বোধন, নবপত্রিকা? কখন দেবেন পুষ্পাঞ্জলি? জেনে নিন সন্ধিপুজোর তিথি-মুহূর্ত...
Durga Puja Date Tithi Shubh Muhurta: ষষ্ঠীর সন্ধেবেলা দেবীর বোধন না-হলে প্রকৃত অর্থে পুজো শুরু হয় না। যাঁরা দিন-তিথি মেনে পাঁজি ধরে পুজোর কর্মকাণ্ডে উপস্থিত থাকতে চান, তাঁদের তাই স্পষ্ট জানা দরকার কবে কখন কোন তিথি পড়ছে, তা কতক্ষণ থাকছে, কখন শেষ হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পুজো প্রতিপদ থেকেই শুরু হয়ে গিয়েছে। এখনই রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ভিড়, যানজট। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়ার দৃশ্য। কিন্তু প্রকৃত অর্থে পুজো তো শুরু হয়নি। পুজো শুরু ষষ্ঠী থেকে। ষষ্ঠীর সারাদিনেও কোনও কিছু থাকে না। ষষ্ঠীর সন্ধেবেলা দেবীর বোধন না-হলে প্রকৃত অর্থে পুজো শুরু হয় না। যাঁরা দিন-তিথি মেনে পাঁজি ধরে পুজোর কর্মকাণ্ডে উপস্থিত থাকতে চান, তাঁদের তাই স্পষ্ট জানা দরকার কবে কখন কোন তিথি পড়ছে, তা কতক্ষণ থাকছে, কখন শেষ হচ্ছে।
1/8
ষষ্ঠী
2/8
বোধন
photos
TRENDING NOW
3/8
সপ্তমী
6/8
সন্ধিপুজো
photos