J P Nadda: অসুর বিনাশে মা দুর্গার কাছে শক্তি প্রার্থনা! কলকাতার রামমন্দিরে দাঁড়িয়ে বললেন নাড্ডা

Oct 21, 2023, 14:51 PM IST
1/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহের পর এবার নাড্ডা। বাংলার শারদ উৎসবে সামিল হতে বঙ্গে ফের এক হেভিওয়েট সর্বভারতীয় বিজেপি নেতা।

2/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

মহাসপ্তমীতে কলকাতায় এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিমানবন্দরে তাঁকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবকে দিয়ে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।   

3/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

নাড্ডার হাতে দুর্গা প্রতিমার একটি ছবি তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বেশ কিছু পুজোর উদ্বোধন করেন নাড্ডা।

4/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

হাওড়ার বেলিয়াস রোডের একটি পুজোর উদ্বোধন করেন। তারপর নিউ মার্কেট সার্বজনীন পুজোতেও অংশ নেন। 

5/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

এরপর পৌঁছন সন্তোষ মিত্র স্কয়্যারে। সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো মণ্ডপ গড়ে উঠেছে রামমন্দিরের আদলে। 

6/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

সন্তোষ মিত্র স্কয়্যারে দাঁড়িয়ে নাড্ডা বলেন,'অযোধ্যার রামমন্দির উঠে এসেছে কলকাতায়।'

7/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

একইসঙ্গে পরিবারবাদ ও দুর্নীতির প্রশ্ন তুলে তোপ দাগেন রাজ্যের তৃণমূল সরকারকে। নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।

8/8

ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!

J P Nadda In Kolkata

বলেন, "অসুর শক্তিকে বিনাশ করতে মা দুর্গা আমাদের শক্তি দিন। এটাই প্রার্থনা করেছি আমি। সবকা সাথ, সবকা বিকাশ। সবাইকে একসঙ্গে নিয়েই হবে উন্নয়ন। অসুর শক্তির বিনাশ ঘটুক। শুভ শক্তির সাথে দেশ এগিয়ে চলুক।"