পুজোয় কীভাবে 'ক্রাউড ম্যানেজমেন্ট'? রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট

Oct 16, 2020, 19:59 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ক্লাবগুলি সরকারি অনুদানের টাকা পুজো কিংবা অনুষ্ঠানে ব্যবহার করতে পারবে না। মাস্ক-স্যানিটাইজারের জন্যই তা খরচ করতে হবে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি আর একটি মামলায় চাওয়া হল ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা। সরকার দুর্গাপুজো উপলক্ষ্যে অনুদান দিতে পারে কিনা, এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে পুজোর পর। পুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন তৈরিতেও মুখ্য এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

2/5

পুজোয় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে আর একটি জনস্বার্থ মামলা হয়। আদালতের প্রশ্নে অ্যাডভোকেট জেনারেল জানান, পুলিস ও সিভিক ভলান্টিয়াররা এ কাজ করবেন। বিচারপতি বলেন, এবার লোকাল ট্রেন না থাকায় ভিড় কম হবে। কিন্তু শুধুমাত্র পুলিস দিয়ে কি তা আদৌ সামাল দেওয়া সম্ভব? 

3/5

অ্যাডভোকেট জেনারেল জানান, পুলিসের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রিত হবে। সামাজিক দূরত্ব রাখতে বৃত্ত করা থাকবে মণ্ডপ। আদালত প্রশ্ন করে, আপনারা নিশ্চিত এভাবে ভিড় নিয়ন্ত্রণ সম্ভব? 

4/5

এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়,মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিরপেক্ষভাবে পুজোয় ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা তৈরি করে সোমবারের মধ্যে তা আদালতে জমা দিতে হবে। 

5/5

 আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলার ফের শুনানি।