করোনা আবহে ভয়াবহ বন্যা চিনে, ৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি, মৃত ১২

Jun 11, 2020, 16:14 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বন্যা তার সঙ্গে ভূমিধস। চিনের দক্ষিণাংশের অবস্থা শোচনীয়। ঘরছাড়া হয়েছেন হাজারো মানুষ। মৃত ও নিখোঁজ মিলে সংখ্যাটা এক ডজন। ইয়াংশুওতে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারি দল।  

2/5

সবে করোনা যুদ্ধ জয় করে উঠে দাঁড়িয়েছে চিন। তারপরেই ইয়াংশুওর এই বন্যায় তছনছ হয়ে গিয়েছে পর্যটন কেন্দ্রগুলি। জলমগ্ন রাস্তাঘাট। ব্যাপক বন্যা ও বৃষ্টিপাতের জন্য প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন ১ হাজার ৩০০ মানুষ। চিনের সংবাদ মাধ্যম জিনহুয়া সূত্রে এমনটাই খবর মিলেছে।  

3/5

কমপক্ষে ১ হাজার হোটেল বন্যা বিধ্বস্ত হয়ে পড়েছে। ৩০ টিরও বেশি পর্যটন স্থান সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। রোঙ্গানে অধিক বৃষ্টিপাতের জন্যই এই বন্যা। দ্রুত গতিতে উদ্ধারের কাজ চলছে।

4/5

সরকারি হিসেব অনুযায়ী এই বন্যায় প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় মুদ্রায় ৪ হাজার ১৬৫ কোটি টাকারও বেশি।

5/5

চিনের দক্ষিণ অংশে আরও কয়েক দিন ধরে এই বৃষ্টিপাত চলবে। এমনটাই আশঙ্কা রয়েছে।