Mahashivratri 2024: শিবরাত্রিতে মহাদেবকে ভোগে এই ক'টি জিনিস নিবেদন করলে খুলে যাবে আপনার ভাগ্য...

Mahashivratri 2024 | Offerings: সামনেই শিবরাত্রি। কীভাবে পুজো করবেন মহাদেবকে, তা নিয়ে এসময়ে অনেকেই চিন্তা করেন। আসুন, জেনে নেওয়া যাক, কী কী নিবেদন করলে শিব খুশি হন।

| Mar 07, 2024, 15:06 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই শিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসেই পড়ে এই মহাতিথি। এমনিতে সারা বছরই শিবপুজোর রীতি আছে। তবে এসবের মধ্যে ফাল্গুন মাস যেন শিবপুজোর ক্ষেত্রে একটু বিশেষ। মাসটিকে শিবের বিবাহমাস বলে ধরা হয়ে থাকে। শিবপার্বতী তাঁদের দাম্পত্য শুরু করেন এই লগ্নে। সেই থেকেই তিথিটি শিবভক্তদের কাছে বিশেষ। 

 

1/7

বিশেষ পুজো

এই বিশেষ দিনে বিশেষ ভাবেই শিবের পুজো করতে চান ভক্তেরা।

2/7

পুজোর উপকরণ

সেই বিশেষ আয়োজনে থাকে পুজোর উপকরণ, থাকে নৈবেদ্যও। পুজোর উপকরণের মধ্যে থাকে ঘি, দুধ, চন্দন, বেলপাতা, ধুতরো ফুল ইত্যাদি।

3/7

বিশেষ নৈবেদ্য

পুজোর উপকরণ ছাড়াও শিবকে এদিন নৈবেদ্যে নানা রকম জিনিস নিবেদন করা হয়। মনে করা হয়, এই সব নৈবেদ্যে অত্যন্ত খুশি হন শিব। খুশি হয়ে তিনি ভক্তকে প্রভূত আশীর্বাদ করেন। কী কী দেওয়া বিধি এদিন শিবকে? প্রথমেই বলতে হয় ঠান্ডাই-য়ের কথা। 

4/7

লস্যি

তারপর বলতে হয় লস্যির কথা। 

5/7

হালুয়া

শিবকে নৈবেদ্যে হালুয়াও দিতে হয়।

6/7

সিদ্ধি

শিবপুজোর সঙ্গে সিদ্ধির বিশেষ যোগের কথা সবাই জানে। 

7/7

মালপোয়া

আর যেটা না বললেই নয়, সেটা হল মালপোয়া।