EXPLAINED | Virat Kohli And Rohit Sharma To Play Ranji Trophy: এক দশক পর বিরাট-রোহিত কেন রঞ্জিতে? 'বাধ্যতামূলক' নিদানে বিলুপ্ত তারকা সংস্কৃতি!

Virat Kohli And Rohit Sharma To Play Ranji Trophy: একজন ১০ বছর ও আরেকজন ১৩ বছর পর রঞ্জি ক্রিকেটে ফিরছেন! ভারতীয় ক্রিকেট বোর্ডের  'বাধ্যতামূলক' নিদানে কি বিলুপ্ত তারকা সংস্কৃতি?  

Jan 21, 2025, 13:52 PM IST
1/6

বিরাট কোহলি ও রোহিত শর্মা

Virat Kohli And Rohit Sharma

কথায় বলে 'ঠেলার নাম বাবাজি'! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হচ্ছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ নেই। বিরাট কোহলির মতো রোহিত শর্মাও ফ্লপ হয়েছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে। দুই মহারথীকেই অনেকে অবসরের পাঠানোর রায় দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই কার্যত লাইফ-লাইন দিলেন রো-কো জুটিকে! আসন্ন রঞ্জি ট্রফিতে খেলেই প্রমাণ করতে হবে নিজেদের। ১২ বছর পর দিল্লির হয়ে মাঠে নামছেন বিরাট, ওদিকে রোহিত ১০ বছর পর মুম্বইয়ের হয়ে খেলবেন প্রথম শ্রেণির ক্রিকেট।

2/6

বিরাট কোহলির সাম্প্রতিক টেস্ট ফর্ম

Virat Kohli In Recent Tests

প্রাক্তন ভারত অধিনায়ক ও রানমেশিন বিরাট কোহলি, বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ায় আসার আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট রানের দেখা পাননি। কিউয়িদের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ ও ১ রান করেছিলেন। জুড়লে ১০০ রানও হয় না, গড় ১৬! এবার যদি বিজিটি-তে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে শেষ ৭ ইনিংসে তাঁর রান- ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬ ও ৫!   

3/6

রোহিত শর্মার সাম্প্রতিক টেস্ট ফর্ম

Rohit Sharma In Recent Tests

২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে রোহিতের ঝুলিতে মাত্র ৬১৯ রান এসেছে। গড় ২৪.৭৬, জোড়া সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বিগত ৯ টেস্টে তাঁর গড় ১০.৯৩ ও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যা এসে দাঁড়িয়েছিল ৬.২! বোঝাই যাচ্ছে রোহিত লাল বলে কার্যত ধুঁকছেন! যা তাঁর মতো বিরাট মাপের ব্যাটারের থেকে মেনে নেওয়া যায় না। 

4/6

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নির্দেশিকা

BCCI’s New Guidelines for Players

বিসিসিআই-এর নোটে লেখা হয়েছে, 'জাতীয় দলে নির্বাচনের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকার জন্য খেলোয়াড়দের ঘরোয়া ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক। এই নির্দেশের ব্যতিক্রম হতে পারে শুধুমাত্র অস্বাভাবিক পরিস্থিতিতে বিবেচনা করেই। তবে তার জন্য নির্বাচক কমিটির চেয়ারম্যানকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েই অনুমোদন নিতে হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।' কিছুদিন আগেও এই নিয়ম বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার মতো দেশের তারকা ক্রিকেটারদের ক্ষেত্রে কার্যকর হত না। তবে 'বাধ্যতামূলক' নিদানে বিলুপ্ত হল তারকা সংস্কৃতি!  

5/6

বিরাট ফিরছেন রঞ্জিতে

Virat Kohli To Play Ranji Trophy

২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ডু-অর-ডাই দ্বৈরথ দিল্লির। এখনও দল ঘোষণা হয়নি। তবে ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি ও কোচ সরণদীপ সিং জানিয়েছেন যে, কোহলি খেলছেন দিল্লির হয়ে। ২০১২ সালে কোহলি শেষবার রঞ্জি খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ১৩ বছর পর তিনি ফিরছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।  

6/6

রোহিত ফিরছেন রঞ্জিতে

Rohit Sharma To Play Ranji Trophy

অজিঙ্কা রাহানের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের রঞ্জি স্কোয়াড। ২৩ জানুয়ারি থেকে মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে রাহানের দেশের দুই সংস্করণের অধিনায়ক খেলবেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। কিছুদিন আগেই রোহিত মুম্বইয়ের নেটে নেমে অনুশীলন শুরু করে দিয়েছেন। তার সঙ্গেই ফিটনেসে জোর দিয়েছেন। এবার খেলবেন রঞ্জিও। মুম্বইয়ের স্কোয়াডে রোহিত ছাড়াও রয়েছেন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল। খেলবেন শ্রেয়স আইয়ার ও শার্দূল ঠাকুরের মতো স্টার ক্রিকেটারও। ১০ বছর আগে শেষবার রোহিত খেলেছিলেন রঞ্জি।