করোনা হাসপাতালে ১৫ দিন ডিউটি করতে হবে চিকিত্সকদের, না হলে রেজিস্ট্রেশন বাতিল

May 06, 2020, 19:38 PM IST
1/5

চিকিতসকদের নির্দেশ

চিকিতসকদের নির্দেশ

করোনা হাসপাতালে ১৫ দিন চিকিত্সা করতে হবে চিকিত্সকদের। না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এমনই জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার। 

2/5

চিকিতসকদের নির্দেশ

চিকিতসকদের নির্দেশ

প্রাইভেটে প্র্যাকটিস করলেও মাসের মধ্যে অন্তত ১৫ দিন সরকারি হাসপাতালে সেবা দিতে হবে। করোনাভাইরাসের এই দুঃসময়ে চিকিসকদের সর্বোতভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছে মহারাষ্ট্র সরকার। 

3/5

চিকিতসকদের নির্দেশ

চিকিতসকদের নির্দেশ

৫৫ বছরের বেশি বয়স্ক চিকিতকদের অবশ্য ১৫ দিন সরকারি হাসপাতালে সেবা দিতে আসতে হবে না। চিকিত্সকরা নিজেদের পছন্দমতো হাসপাতালে সেবা প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে একটি ফর্মে তাঁদের লিখে দিতে হবে, কোন হাসপাতালে তাঁরা ডিউটি করতে চান! 

4/5

চিকিতসকদের নির্দেশ

চিকিতসকদের নির্দেশ

দেশের মধ্যে সব থেকে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। এণন অবস্থায় প্রায় ২৫ হাজার চিকিত্সক মুম্বইজুড়ে বিভিন্ন হাসপাতালে ডিউটি করছেন। মহারাষ্ট্র সরকার তাঁদের সবার কাছে এই দুঃসময়ে সহায়তার আশা করেছে। 

5/5

চিকিতসকদের নির্দেশ

চিকিতসকদের নির্দেশ

কিছুদিন আগে বিহার সরকার জানিয়েছিল, ৩১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত যে সব চিকিতসকরা যথাযথ কারণ না দেখিয়ে ছুটি নিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবা মহারাষ্ট্র সরকার চিকিত্সকদের কড়া নির্দেশ দিল।