Dog Howling: গভীর রাতে কুকুর কেন কাঁদে! জানেন কী?

Dog Howling: আমাদের মধ্যে অনেকে এখনও আছে, যারা কুসংস্কারে বিশ্বাস করে। ঠিক তেমনই রাতে কুকুরকে কাঁদতে শুনলেই সেটিকে অশুভ বলে মনে করি। আসলে কী কারণে কুকুর রাতে কেঁদে ওঠে জেনে নিন।

Mar 13, 2024, 23:36 PM IST
1/6

কুসংস্কার

কুসংস্কার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমাদের মধ্যে অনেকে এখনও আছে, যারা কুসংস্কারে বিশ্বাস করে। ঠিক তেমনই রাতে কুকুরকে কাঁদতে শুনলেই সেটিকে অশুভ বলে মনে করি।

2/6

কুকুরের কান্না

কুকুরের কান্না

রাত হলেই আমরা প্রায় শুনতেই পাই কুকুরের কান্না। পাড়ায় যখন কুকুর কাঁদে, বলা হয় কোনও অশুভ কিছু ঘটতে চলেছে। ঠাকুরদা, ঠাকুরমা কাছ থেকে আমরা শুনে এসেছি কুকুর কাঁদা মনে কারও মৃত্যু আসন্ন।

3/6

রাতে কেন কাঁদে কুকুর?

রাতে কেন কাঁদে কুকুর?

আমরা ছোট থেকেই শুনে এসেছি, কুকুর তখনই কাঁদে যখন, তাঁদের আশেপাশে কোনও অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। কুকুরদের ঘ্রানশক্তি প্রবল হওয়ায় তারা নাকি অশরীরী আত্মার উপস্থিতি টের পায়।

4/6

রাতে কেন কাঁদে কুকুর?

রাতে কেন কাঁদে কুকুর?

রাতে যখনই কুকুর কাঁদে, তখন বলা হয় যে, তার চারপাশে এক ধরনের নেতিবাচক শক্তি উপস্থিত থাকে। সেটি দেখেই কুকুরটি জোরে জোরে কাঁদতে শুরু করে।

5/6

বৈজ্ঞানিক কারণ

বৈজ্ঞানিক কারণ

বিজ্ঞানের মতে, কুকুর কাঁদে না। ওঁরা ওইভাবে ডাকে। কুকুরেরা একা থাকতে পছন্দ করে না। তারা মানুষের মতো একাকিত্ব বোধ করে। তাই নিজেদের সঙ্গীদের বার্তা পৌঁছনোর চেষ্টা করে। যাতে সেই আওয়াজ শুনে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে।

6/6

বৈজ্ঞানিক কারণ

বৈজ্ঞানিক কারণ

কুকুরেরা প্রায়ই রাস্তাঘাটে চোট-আঘাত পেয়ে থাকে। এছাড়াও তাঁদের অনেক কষ্ট হতে পারে। সেই কষ্টের কথা জানান দিতেই তারা সঙ্গীদের ডাকে।