রামমন্দির তৈরি করতে কত খরচ হবে জানেন?

Aug 04, 2020, 11:51 AM IST
1/6

আগামী ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজোয় ৪০ কেজির রূপোর ইট স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমেই শুরু হবে রামমন্দির তৈরির সূচনা।

2/6

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠার পর দেশজুড়ে অর্থ সংগ্রহের কাজ শুরু করবে। চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর দেশের প্রায় ১০ কোটি পরিবারের কাছে পৌঁছে যাওয়া হবে। তাঁদের আর্থিক সাহায্যেই গড়ে উঠবে মন্দির নির্মাণের তহবিল। 

3/6

প্রায় ৩- সাড়ে ৩ বছর লাগতে পারে রামমন্দির তৈরি সম্পূর্ণ হতে। মন্দিরের ডিজাইন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ও ট্রাস্টের সবুজ সংকেত পেলেই তারপর পুরোদমে শুরু হবে নির্মাণকার্য।

4/6

মন্দির তৈরির বাজেট কমপক্ষে ৩০০ কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে। তবে, মন্দির সংলগ্ন এলাকায় প্রায় ২০ একর স্থানজুড়ে উন্নয়নমূলক কাজ চালাতে বাজেট ১০০০ কোটির আশেপাশে পৌঁছতে পারে বলেও মনে করা হচ্ছে।

5/6

প্রাথমিকভাবে মন্দিরের উচ্চতা ১২৮ ফুট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাড়িয়ে ১৬১ ফুট করা হয়। সেই সঙ্গে রামমন্দিরে মোট ৫টি ছোট চূড়া থাকবে বলে জানা গিয়েছে। 

6/6

কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে বড় বড় সংস্থা থেকে অনুদানের আশা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কমিটি।