মালদ্বীপে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন দিশা, তারা, ভাইরাল ২ অভিনেত্রীর ছবি

Nov 20, 2020, 10:54 AM IST
1/5

দিশা পাটানি না তারা সুতারিয়া? বিকিনি ছবিতে ঝড় তুলছেন বলিউডের কোন অভিনেত্রী? সম্প্রতি নেট জনতার একাংশের মধ্যে শুরু হয়েছে এমন তরজা। দিশা পাটানি যখন মালদ্বীপে যান, তখন তাঁর বিকিনি ছবি দেখে নেট নাগরিকদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। দিশা পাটানির ছবি দেখে যখন নেট পাড়া উত্তাল, সেই সময় নতুন রূপে হাজির হন অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি বিশেষ বন্ধু আদর জৈনের সঙ্গে মালদ্বীপে পাড়ি দেন তারা। জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপে পাড়ি দেন স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের এই অভিনেত্রী। আদর জৈনের সঙ্গে মালদ্বীপে পাড়ি দেওয়ার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করেন তারা। যা দেখে তারা সুতারিয়ার অনুগামীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পাশাপাশি তারা সুতারিয়াকে জন্মদিনে 'রাজকুমারী' বলে উল্লেখ করেন আদর জৈন। ভাইয়ের বিশেষ বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানান দিদি করিনা কাপুর খান এবং রিদ্ধিমা কাপুরও। রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে যখন পেজ থ্রির পাতা প্রায়শই সরগরম হতে দেখা যায়, সেই সময় কাপুর পরিবারের অন্য ছেলে আদর জৈনের সঙ্গে তারা সুতারিয়ার সম্পর্ক নিয়েও বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে। করিনার পিসতুতো ভাই আদর কবে তারা সুতারিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে দুজনে যে একে অপরের ভালবাসায় হাবুডুবু খাচ্ছেন, তা বেশ স্পষ্ট।

2/5

মালদ্বীপে গিয়ে বিকিনিতে ঝড় তুলছেন তারা সুতারিয়া

3/5

নতুন রূপে দিশা 

4/5

দিশা পাটানির লাল, কালো বিকিনিতে উঠল ঝড় 

5/5

অনন্য রূপে দিশা পাটানি