কুকুর খুনের পর রাস্তায় নেমে পড়েছেন বুদ্ধিজীবীরা, মানুষ খুন হলে নেই: দিলীপ
Jan 19, 2019, 18:44 PM IST
1/5
মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সভার পর রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, রাজ্যে কুকুরের মানবাধিকার আছে, কিন্তু মানুষের নেই।
2/5
দেশে গণতন্ত্র ফেরাতে নতুন সরকার গঠনের ডাক দিয়েছে বিরোধীরা। ব্রিগেডের মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ করেছেন বিরোধী নেতানেত্রীরা।
photos
TRENDING NOW
3/5
সভার পর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন,''ব্রিগেডের নামে সার্কাস হল। সারা দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করছেন বিরোধী নেতানেত্রীরা। তাঁরা গণতন্ত্র খুঁজতে এসেছেন বাংলায়। এখানে তো বিরোধীদের সভা করতে দেওয়া হয় না। গ্রামগঞ্জে মানুষ খুন করা হচ্ছে। একবার গিয়ে দেখে আসুন''।
4/5
এনআরএস হাসপাতালে ১৬টি কুকুর ছানার মৃত্যুর পর রাজ্যজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।সেই ঘটনার প্রসঙ্গ টেনে দিলীপবাবু বলেন, ''এরাজ্যে মানুষের জীবনের দাম নেই। কুকুরের আছে''।
5/5
দিলীপ ঘোষ আরও বলেন,''পঞ্চায়েত ভোটে ৯০ জনের বেশি মানুষ হলেন। অথচ এর প্রতিবাদ করলেন না বুদ্ধিজীবীরা। ১৬টি কুকুর মরতেই রাস্তায় নেমে গিয়েছেন। গোহত্যা হলে চিন্তা নেই। এরাজ্যের কুকুরের মানবাধিকার রয়েছে, মানুষের নেই''।