চোখের নিমেষে চেক-ইন! বিমানযাত্রীদের জন্য সুখবর, কলকাতাতেও এবার ডিজিযাত্রা
Mar 31, 2023, 21:04 PM IST
1/5
কলকাতাতেও এবার ডিজিযাত্রা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা বিমানবন্দরেও এবার ডিজিযাত্রা। বিমানযাত্রীরা এবার চেক-ইন করতে পারবেন খুব সহজে।
2/5
কলকাতাতেও এবার ডিজিযাত্রা
ডিজিযাত্রায় ব্যবহার হয়েছে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি। যাত্রীর মুখ চিনে নেবে ডিজিযাত্রা। আর তার মাধ্যমেই বিমানবন্দরে চেক-ইন করতে পারবেন যাত্রীরা।
photos
TRENDING NOW
3/5
কলকাতাতেও এবার ডিজিযাত্রা
কলকাতা বিমানবন্দরের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, গো ফার্স্ট, ভিস্তারা ও স্পাইসজেটের সব যাত্রীরা এই ডিজিযাত্রা ব্যবহার করতে পারবেন। ডিপারচার গেট ২B এবং ৩A, সিকিউরিটি এরিয়া ১, ২ এবং ৩ আর বোর্ডিং গেট ১৮, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩-এ এই সুবিধা পাবেন যাত্রীরা।
4/5
কলকাতাতেও এবার ডিজিযাত্রা
আজ শুক্রবার থেকেই কলকাতা বিমানবন্দরে শুরু হয়ে গিয়েছে ডিজিযাত্রা অ্যাপের পরিষেবা। এই নিয়ে দেশের মোট ৪টি বিমানবন্দরে এই পরিষেবা চালু হল।
5/5
কলকাতাতেও এবার ডিজিযাত্রা
যাত্রীদের নির্ঝঞ্ঝাট চেক-ইন এর সুবিধা দিতে দিল্লি, বেঙ্গালুরু ও বারাণসীতে গত ডিসেম্বরেই ডিজিযাত্রা অ্যাপ পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার সেই তালিকায় জুড়ল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নামও।