Digha: মন্দারমণি ও ক্রিসমাসের কথা মাথায় রেখে দিঘায় আসছে একগুচ্ছ বদল! সৈকতশহরে রওনা দেওয়ার আগেই জেনে নিন...
Digha in the time of Christmas: ডিসেম্বরের ছুটিগুলিতে এবার পর্যটকদের ভিড় আছড়ে পড়তে পারে মন্দারমণির বদলে দিঘায়। তাই প্রশাসন আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিঘায় বেড়াতে এসে বাড়তি ভাড়া আর নয়, বড়দিনের ছুটির আগেই এ নিয়ে বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ওদিকে মন্দারমনি জুড়ে হোটেলগুলি নিয়ে বিস্তর টানাপোড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলিতে পর্যটকদের ভিড় দিঘাতেই আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে প্রশাসন আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে।
1/6
বড়দিনের ছুটিতে
2/6
বাড়তি সিসিটিভি
photos
TRENDING NOW
3/6
নজরদারি বোট
4/6
খেয়ালখুশির ভাড়া নয়
অভিযোগ, ভিড় দেখলেই সময় বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ হোটেলরুমের ভাড়া খেয়ালখুশিমতো বাড়িয়ে দেন। সে কথা মাথায় রেখে প্রশাসন বাড়তি ভাড়া বন্ধের জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে। হোটেল মালিকদের ভাড়ার তালিকা রিসেপশনে পর্যটকদের জ্ঞাতার্থে ঝুলিয়ে রাখতে হবে। কমপ্লেন বক্সও থাকবে। পর্যটকদের কোনও সমস্যা হলে ওই কমপ্লেইন বক্সে জমা করতে পারবেন তাঁরা। পাশাপাশি পুলিস প্রশাসনের হেল্পলাইনেও জানাতে পারবে পর্যটকেরা। এর পরেও কেউ বাড়তি ভাড়া নিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। এই সব তত্ত্বাবধানের জন্য একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সিসিটিভির ফুটেজে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানা সারাক্ষণ নজরদারি চালাবে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)
5/6
সর্বস্বান্ত হওয়া নয়!
6/6
নজরকাড়া ভিড় দিঘায়
দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, প্রশাসনের এমন উদ্যোগ ভালো। তবে দিঘা জুড়ে এখন আর কেউই তেমন বাড়তি ভাড়া নেয় না। কেউ বাড়তি ভাড়া নিয়েছে, এমন অভিযোগ পেলেই অ্যাসোসিয়েশনও তার ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি জানান, এবার মন্দারমণিতে অধিকাংশ হোটেল নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার কারণে দিঘায় ব্যাপক বুকিং হচ্ছে। ভিড়ও এবার নজরকাড়া হতে পারে দিঘায়। (ছবি ও তথ্য: কিরণ মান্না)
photos