একুশে একুশ: মমতার দশ চোখা চোখা ভার্চুয়াল ডায়লগ

Jul 21, 2020, 18:27 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: ১. বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলা বাংলার লোকেরা চালাবে। কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে গায়ের জোর দেখাচ্ছেন?(ফাইল চিত্র)

2/10

২. বিজেপিকে ভোট দিলে ইজ্জত কেড়ে নেয়।  ভাটপাড়ায় গিয়ে দেখুন কী হচ্ছে!(ফাইল চিত্র)

3/10

৩. কী চলছে ইউপিতে? পুলিসকেই খুন করে দেওয়া হচ্ছে। যে খুন করল আসামিকেও খুন করে দেওয়া হলো। যাতে এভিডেন্স না থাকে।(ফাইল চিত্র)

4/10

৪. আমি কিন্তু যন্ত্র নই আমিও মানুষ। সারা জীবন মার খেতে খেতে এই জায়গায় এসেছি। আজ এসব বলছি কাল অত্যাচার করবে হোক না, আমি জেল, বন্দুক, গুলি এসবে ভয় পাই না।(ফাইল চিত্র)

5/10

৫. কখনও বলছে জালিয়ে দাও , কখনও বলছে দাঙ্গা কর, কখনও বলছে পুড়িয়ে দাও। আমি এদের বলি জন্মটা কোথায়? রাজনৈতিক জন্ম? বাংলায় তো চিরকাল আছি কোনোদিনও আপনাদের নাম তো শুনিনি।(ফাইল চিত্র)  

6/10

৬.কেন্দ্র সরকার টাকা দেয়নি, টাকা কেটে নিয়েছে, কথায় কথায় বঞ্চনা করেছে। বিজেপির রাজত্বে কথায় কথায় প্রবঞ্চনা, লাঞ্ছনা, চক্রান্ত। এ বরদাস্ত করব না করব না করব না।(ফাইল চিত্র)

7/10

৭.  আমি জানি কিছু চ্যানেলকে টাকা দিয়ে তৈরি করা হয়েছে। ভালো করে রান্না করে কালিয়া বানিয়ে কয়েকটা গন্ডগোলের ঘটনা দেখাবে।(ফাইল চিত্র)

8/10

৮.  ২০১৯ লোকসভায় কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। লম্ফঝম্প শুরু করেছে।(ফাইল চিত্র)

9/10

৯. একটা দিল্লির সরকার চক্রান্তের অংশীদার। দেশটার সর্বনাশ করে দিয়েছে। কোভিড চলছে NPR-NRC ভুলিনি।(ফাইল চিত্র)

10/10

১০. একুশে তূণমূলই সরকার গড়বে। ভয় পাওয়ার চিন্তা করার কোনও কারণ নেই, হাম হ্যায় না।(ফাইল চিত্র)