Dhaka Ramkrishna Mission: বদলের বাংলাদেশে অশান্তির জের? রামকৃষ্ণ মিশনে বন্ধ কুমারী পুজো...

Durga Puja 2024: গত ৫ অগাস্ট গণ অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা (Sheikh Hasina)। পতন ঘটে আওয়ামি লিগ সরকারের। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। নানা প্রান্তে নিপীড়নের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা। তাই উদ্বেগ নিয়ে চলছে পুজোর প্রস্তুতি। নির্বিঘ্নে উৎসব উদযাপনের আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে নানা পদক্ষেপ করা হয়েছে। তবে এবার কুমারী পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ। 

| Oct 03, 2024, 21:37 PM IST
1/7

ঢাকা রামকৃষ্ণ মিশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে (Dhaka Ramakrishna Mission) দুর্গাপুজোয় (Durga Puja) এবার কুমারী পুজো হচ্ছে না। 

2/7

ঢাকা রামকৃষ্ণ মিশন

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মহাষ্টমীতে কুমারী পুজো (Kumari Puja) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ। 

3/7

ঢাকা রামকৃষ্ণ মিশন

ঢাকার বাইরে রামকৃষ্ণ মিশনের অনেক শাখায় নিয়ম অনুযায়ী কুমারী পুজো অনুষ্ঠিত হবে। 

4/7

ঢাকা রামকৃষ্ণ মিশন

এবিষয়ে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ) জানিয়েছেন, এর আগে করোনা মহামারির সময় সরকারের পরামর্শে মহাষ্টমীতে কুমারী পুজো বাদ দেওয়া হয়েছিল। 

5/7

ঢাকা রামকৃষ্ণ মিশন

বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার কুমারী পুজো বাদ দেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক জায়গাতেই কুমারী পুজোর আয়োজন করা হবে।

6/7

ঢাকা রামকৃষ্ণ মিশন

এবছর ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরের ভিতরে দুর্গাপুজো হবে বলে জানা গিয়েছে। 

7/7

ঢাকা রামকৃষ্ণ মিশন

স্বামী শান্তিকরানন্দ মহারাজ জানিয়েছেন, আগে তো মন্দিরেই পুজো হত। ভক্ত সংখ্যা বেড়ে যাওয়ায় মন্দিরের বাইরে আনা হয়। মন্দিরের ভিতরে হলেও পুজোর উপাচার কিংবা প্রসাদ বিতরণে কোনও কমতি থাকবে না।