অন্য়ান্য আড়তের মালিকরা জানিয়েছেন, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই ওই আগুন লেগে যায়। আর শুকনো মাছ, আর বাঁশের কাঠামোয় লাগা আগুন হু হু করে ছড়িয়ে পড়ে চারদিকে।
photos
TRENDING NOW
3/5
রোজকার মতো দুপুরের রান্না শুরু হচ্ছিল প্রতিটি আড়তে। সূত্রের খবর, রান্নার সময় সবকিছু ছেড়ে একটু বাইরে যান এক খটি মালিক। তখনই তার আড়তটিতে আগুন লেগে যায়।
4/5
প্রথম দিকে স্থানীয় আড়তের লোকজনই আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার মাছ। অনুমান করা হচ্ছে কমপক্ষে ২৫ লাখ টাকার মাছ পুড়ে গিয়েছে।
5/5
আগুনের খবর পেয়ে ছুটে আসে দীঘা কোস্টাল থানার পুলিস ও দমকল। প্রবল বাতাস ও আগুনের সঙ্গে লড়াই করে আয়ত্ব আনা হয় বিধ্বংসী আগুন।