বিধ্বংসী সুনামিতে তছনছ সুন্দা; মৃত ২২২, হাহাকার জাভায়

Dec 23, 2018, 17:28 PM IST
1/5

S 5

S 5

ভয়াবহ সুনামিতে বিপর্যস্থ ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশের সুন্দা। শনিবার রাত সাড়ে নটা নাগাদ সেখানে আছড়ে পড়ে সুনামি।

2/5

S 4

S 4

গভীর সমুদ্রে চাইল্ড নামে এক আগ্নেয়গিরি জেগে ওঠাতেই এই সুনামি বলে মনে করা হচ্ছে।

3/5

S 3

S 3

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রবল জলচ্ছাসে মৃত্যু হয়েছে ২২২ জনের। আহত কমপক্ষে ৮০০। এমনটাই দাবি করেছে বিবিসি।

4/5

S 2

S 2

ধ্বংসস্তূপ সরিয়ে আহত বা নিহতদের উদ্ধার করার পক্ষে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে রাস্তা ভেঙে যাওয়া। ফলে সময় যত বাড়ছে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

5/5

s 1

s 1

ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতরের সুতোপো নুগরোহো জানিয়েছেন, জাভার বানটেনের পশ্চিম উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।