Dev: আচমকা দেউচা পাঁচামি পরিদর্শনে দেব, কিন্তু কেন?

দু’টি পর্যায়ে সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে ওঠার কথা ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প। প্রথম দিকে, বাধা থাকলেও সরকারি পুনর্বাসন প্যাকেজ ঘোষণা এবং প্রশাসনের লাগাতার পদক্ষেপে ইতোমধ্যেই অনেক জমিদাতা সরকারকে জমি দিয়েছেন। মঙ্গলবার সকালে আচমকাই সেখানে হাজির সাংসদ দেব। তবে এবার উদ্দেশ্য রাজনৈতিক নয়।

| Jan 23, 2024, 13:43 PM IST

Dev | Khadaan: দু’টি পর্যায়ে সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে ওঠার কথা ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প। প্রথম দিকে, বাধা থাকলেও সরকারি পুনর্বাসন প্যাকেজ ঘোষণা এবং প্রশাসনের লাগাতার পদক্ষেপে ইতোমধ্যেই অনেক জমিদাতা সরকারকে জমি দিয়েছেন। মঙ্গলবার সকালে আচমকাই সেখানে হাজির সাংসদ দেব। তবে এবার উদ্দেশ্য রাজনৈতিক নয়।

1/8

দেউডা পাঁচামিতে দেব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকালে আচমকাই দেউচা পাঁচামি পরিদর্শনে যান দেব। কিন্তু এর নেপথ্যের কারণ কী?      

2/8

দেউডা পাঁচামিতে দেব

অভিনেতা হওয়ার পাশাপাশি শাসকদলের সাংসদও তিনি। দেউচা পাঁচামিতে তাঁর উপস্থিতি থেকে আলোচনা ওঠার আগেই তিনিই জানিয়ে দিলেন পরিদর্শনের নেপথ্যের কারণ।  

3/8

দেউডা পাঁচামিতে দেব

শীঘ্রই শুরু হতে চলেছে দেবের আগামী ছবি ‘খাদান’-এর শ্যুটিং। বছরের প্রথমদিনেই খাদান-এর ঘোষণা করেছিলেন সুপারস্টার।  

4/8

দেউডা পাঁচামিতে দেব

মঙ্গলবার একগুচ্ছ ছবি পোস্ট করে দেব লেখেন, ‘খাদানের জন্য খাদানে। এশিয়ার অন্যতম সবচেয়ে বড় কয়লা খনির অন্দরে। রেকি টাইম’।  

5/8

দেউডা পাঁচামিতে দেব

ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে খাদানের শ্যুটিংয়ের জন্য জায়গা খুঁজতেই দেউচা পাঁচামি গিয়েছেন দেব। তবে দেব একা নন, তাঁর সঙ্গে রয়েছেন ছবির গোটা টিম।  

6/8

দেউডা পাঁচামিতে দেব

পোস্টারে দেবের লুক দেখেই বোঝা যাচ্ছে, এই ছবিতে তিনি কয়লাখনির শ্রমিক। ছবিটি পরিচালনা করবেন সুজিত দত্ত। এই ছবিতে দেব জুটি বাঁধছেন ইধিকা পালের সঙ্গে।  

7/8

দেউডা পাঁচামিতে দেব

এই ছবির টিজারে দেবের গলায় শোনা গেল এক লাইন সংলাপও। দেব বলছেন, ‘ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি! ওটা আমারই কাজ’। বোঝাই যাচ্ছে ফের অ্যাকশন করতে দেখা যাবে দেবকে।  

8/8

দেউডা পাঁচামিতে দেব

ছবির টিজার পোস্টার শেয়ার করে দেব লেখেন, ‘এই সময়ে দাঁড়িয়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল ছবি। চলো দেখা যাক, কী হয়।’