কলকাতাকে দু'বার চ্যাম্পিয়ন করেছিলেন, কেকেআরের তারকা এবার দিল্লিতে

Dec 05, 2019, 13:48 PM IST
1/5

দিল্লিতে দাহিয়া

দিল্লিতে দাহিয়া

তিনি থাকাকালীন কলকাতা দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতীয় ক্রিকেটে হয়তো তিনি বড় কোনও নাম নন। তবে ঘরোয়া ক্রিকেটারদের তাঁর মতো খুব কম লোকই চেনেন। তাই কেকেআরের কাছে তিনি তারকাই ছিলেন। 

2/5

দিল্লিতে দাহিয়া

দিল্লিতে দাহিয়া

প্রবীণ আমরে দিল্লি ফ্র্যাঞ্চাইজির চিফ ট্য়ালেন্ট স্কাউট গার্ড পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় এলেন বিজয় দাহিয়া। যিনি এক সময় কেকেআরের সহকারী কোচ ছিলেন। 

3/5

দিল্লিতে দাহিয়া

দিল্লিতে দাহিয়া

ঘরোয়া ক্রিকেটারদের সম্পর্কে দাহিয়া খোঁজ-খবর রাখেন। আর তাঁর এই জ্ঞান কাজে লাগাতে চায় দিল্লি। ১৯ ডিসেম্বর আইপিএল নিলামের আগে তাই দাহিয়াকে দলে নিল দিল্লি। 

4/5

দিল্লিতে দাহিয়া

দিল্লিতে দাহিয়া

প্রবীণ আমরে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। পরিবারকে বেশি সময় দিতে চান বলে দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। 

5/5

দিল্লিতে দাহিয়া

দিল্লিতে দাহিয়া

শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ-এর মতো ক্রিকেটার সম্পর্কে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছিলেন আমরে। আমরে এবার বললেন, ''পৃথ্বী, শ্রেয়সরা এখন প্রতিষ্ঠিত। আমি তাই এবার দায়িত্ব ছেড়ে পরিবারকে সময় দিতে চাই।''