1/9
সোমবার পর্যন্ত সময় দিয়েছিলেন রাহুল গান্ধী। তার আগেই নথি দিয়ে জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডকে ১ লক্ষ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে বলে শুক্রবার লোকসভায় দাবি করেন নির্মলা সীতারমন। কিন্তু, একটি সর্বভারতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক টাকাও পায়নি হ্যাল। আর সেই প্রতিবেদনটি হাতিয়ার করে প্রতিরক্ষামন্ত্রীকে নিশানা করেন রাহুল গান্ধী। সংসদে ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থনার দাবিও করেন।
2/9
তারপরই টুইটারে হ্যালকে দেওয়া সম্ভাব্য বরাতের তালিকা প্রকাশ করেন নির্মলা সীতারমন। তিনি দাবি করেন, কংগ্রেসের সভাপতি দেশকে বিভ্রান্ত করছেন। এটা লজ্জাজনক। ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ২৬,৫৭০.৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে। আরও ৭৩,০০০ কোটি টাকার বরাত অপেক্ষায় রয়েছে। রাহুল গান্ধী কি লোকসভার অধিবেশন কক্ষ থেকে দেশবাসীর কাছ থেকে ক্ষমা চাইবেন?
photos
TRENDING NOW
3/9
রাফাল বিতর্কেই এবার ঢুকে পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL। ফরাসী সংস্থা ডসল্টের থেকে রাফাল বিমান কিনতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত সরকার। ওই চুক্তিতে কিছু যন্ত্রাংশ সরবরাহের দায়িত্ব পেয়েছে অনিল অম্বানির সংস্থা রিলায়্যান্স ডিফেন্স। রাহুল গান্ধী অভিযোগ করে আসছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে বাদ দিয়ে নিজের ঋণগ্রস্ত বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে অনিল অম্বানিকে অংশীদার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
4/9
5/9
পরিসংখ্যান দিয়ে নির্মলা সীতারমন দাবি করেন হ্যালকে ১ লক্ষ কোটি টাকার বরাত দিয়েছে বর্তমান সরকার। নির্মলা সীতারমন দাবি করেছিলেন, বেশ কয়েকটি বরাত হ্যালের জন্য অপেক্ষা করে রয়েছে। ৮৩টি তেজস যুদ্ধবিমান যার মূল্য ৫০,০০০ কোটি, ৩০০০ কোটি মূল্যের ১৫টি কমব্যাট হেলিকপ্টার, ২০,০০০ কোটি টাকার মূল্যের ২০০টি হেলিকপ্টার, ৩৪০০ কোটি টাকার ১৯টি ড্রনিয়ার পরিবহণ বিমান, ১৫০০০ কোটি মূল্যের হেলিকপ্টার এবং ৮৪০০ কোটির এরো ইঞ্জিন।
6/9
7/9
8/9
9/9
photos