কলকাতার জয়ের দিনে আইপিএলের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন ওয়ার্নার

Oct 18, 2020, 22:19 PM IST
1/5

৩৩ বলে ৪৭ রান। কলকাতার বিরুদ্ধে তিনি দলকে জয়ের ঠিকানায় প্রায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু শেষমেশ সুপার ওভারে ম্যাচ জিতে নেয় কলকাতা। 

2/5

হায়দরবাদ ম্যাচ হারলেও ওয়ার্নার কিন্তু আইপিএলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন। তিনি আইপিএলে প্রথম বিদেশী ক্রিকেটার হিসাবে পাঁচ হাজার রান করলেন।

3/5

এদিন প্রথমে ব্যাট করে কলকাতা ১৬৩ রান তোলে। জবাবে হায়দরবাদের ইনিংস থামে ১৬৩ রানেই। ম্যাচ টাই হয়। 

4/5

সুপার ওভারে দুরন্ত বোলিং করেন কলকাতার লকি ফার্গুসন। আগের দিনই তাঁকে দলে না নেওয়ায় প্রশ্ন তুলেছিলেন কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। 

5/5

এদিন সুপার ওভারে দুটি উইকেট তুলে নেন ফার্গুসন। প্রথম বলেই বোল্ড করেন ওয়ার্নারকে। তখনই কলকাতার পাল্লা ভারি হয়ে যায়। ছয় বলে মাত্র তিন রান দরকার ছিল কলকাতার। অনায়াসে সেটা তুলে নেয় নাইটবাহিনী।