Midnapur: লম্বায় প্রায় ১০ ফুট; বিকট শব্দে মাটিতে পড়ল মিসাইলের মতো বস্তু, আতঙ্ক গোয়ালতোড়ে

May 22, 2023, 18:39 PM IST
1/5

আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। দিন দুপুরে আকাশ থেকে বিকট শব্দে মাটিতে পড়ল বিশাল এক ধাতব বস্তু। স্থানীয়দের দাবি, ওই বস্তুটি দেখতে অনেকটাই ক্ষেপণাস্ত্রের মতো। জিনিটি আসলে কী তা বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষজন। ঘটনাস্থলে এল পুলিস। -তথ্য ও ছবি-চম্পক দত্ত

2/5

ওই বস্তুটির খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন খড়গপুর বায়ুসেনার কর্মীরাও। স্থানীয়দের দাবি ওই বস্তুটি আকাশ থেকে পড়েছে। সেই সময় উড়ে যাচ্ছিল একটি বিমান। জিনিসটি কিসের অংশ বা আসলে কী তা এখনও স্পষ্ট নয়।  -তথ্য ও ছবি-চম্পক দত্ত  

3/5

রবিবার দুপুর দুটো নাগাদ ওই বস্তুটি আকাশ থেকে মাটিতে এসে পড়ে গোয়ালতোড়ের শেয়ালবনির জঙ্গলে। নলাকার ওই বস্তুটি লম্বার ১০ ফুটের কাছাকাছি। ব্যাসার্ধ হবে ৩ ফুটের কাছাকাছি। -তথ্য ও ছবি-চম্পক দত্ত

4/5

এলাকাবাসীর বক্তব্য হল, এতবড় একটি জিনিস জনবহুল একায় পড়লে কী হতো? ওই কথা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। অধিকাংশরই দাবি বিমান থেকেই ওই বিস্তুটি খসে পড়েছে।  -তথ্য ও ছবি-চম্পক দত্ত

5/5

গোয়ালতাডে়র কাছেই রয়েছে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি। তাই সেখানে থেকেও আসছেন বায়ুসেনা কর্মীরা। তবে পুলিস সূত্রে জানা যাচ্ছে ওই ধাতব বস্তুটি মিগ ২৯ যুদ্ধবিমানের অতিরিক্ত ফুয়েল  ট্যাংক। এদিন সেটা কোনভাবে খুলে পড়ে যায়। ছবি দেখে প্রাথমিকভাবে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে। -তথ্য ও ছবি-চম্পক দত্ত