Cyclonic Storm Remal: মাত্র ২৯০ কিমি দূরে! প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত দৈত্য 'রিমাল' ক্রমশই ভয়ংকর হয়ে উঠছে...
Cyclonic Storm Remal Updates: এই মুহূর্তে ক্রমাগত শক্তি সঞ্চয় প্রক্রিয়া চলছে। শক্তি সঞ্চয় সম্পূর্ণ হলে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত দ্রুত গতিতে এগোবে। ঝড় চূড়ান্ত গতি পাবে সন্ধ্যার পর। মধ্যরাতে ল্যান্ডফল।
অয়ন ঘোষাল: সিভিয়ার সাইক্লোনের রূপ নিল রিমাল। এখন এর গতিবেগ ঘণ্টায় মাত্র ৬ কিলোমিটার। কারণ এই মুহূর্তে ক্রমাগত শক্তি সঞ্চয় প্রক্রিয়া চলছে। শক্তি সঞ্চয় সম্পূর্ণ হলে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত দ্রুত গতিতে এগোবে এটি। চূড়ান্ত গতি পাবে সন্ধ্যার পর। মধ্যরাতে ল্যান্ডফল। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দুটি সময় রয়েছে। একটি বর্ষার আগে, অর্থাৎ এপ্রিলের শেষ থেকে মে মাসে এবং আরেকটি বর্ষার পরে অক্টোবর-নভেম্বর মাসে। সে সময় দেশে উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়ে যায় অনেকগুণ। এ দু'টি সময়ে সাগরের উপরিভাগের তাপমাত্রা অনেক বেশি থাকে। বায়ুমণ্ডলের বিন্যাস এ সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী থাকে। গোলার্ধ পরিবর্তনের নিয়মের কারণে মে মাসে সূর্যের অবস্থান থাকে বঙ্গোপসাগরের উপর। ফলে, বঙ্গোপসাগর অতি উত্তপ্ত হয়ে যায়। তৈরি হয় একের পর এক ঝড়।