Dev: ৬টার আগেই বিজয় মিছিলে দেব, ১ লাখ ভোটে জেতার দাবি হিরণের...

West Bengal Loksabha Election 2024: শনিবার সারা দেশজুড়ে অনুষ্ঠিত হল লোকসভা নির্বাচন। এদিন ঘাটাল কেন্দ্রে সারাদিনে চোখে পড়ল একেবারে দুই চিত্র। একদিকে দেব ধরা দিলেন ফুরফুরে মেজাজে অন্যদিকে সারাদিন দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন হিরণ।   

| May 25, 2024, 21:18 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই দেব এক্স হ্যান্ডেলে লেখেন, 'ঘাটালে এইবার ৫০৭২৪ জন নতুন ভোটার, প্রথম সব কিছুই খুব আনন্দের হয়। তোমরা যাকেই ভোট দাও,তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা'। শনিবার ভোটের দিনে সেই নতুন ভোটারদের সঙ্গেই ছবি তুললেন দেব।  

2/7

নির্বাচনের আগের দিনই দেব তাঁর ভোটারদের উদ্দেশ্যে বলেন, 'আসুন আমরা সকলে গণতন্ত্রের বৃহত্তম উৎসবের অংশ হয়ে উঠি ও এমন এক ভারত গড়ে তুলি যেখানে প্রতিটি কণ্ঠস্বর সঠিক মর্যাদা পায় এবং প্রতিটি স্বপ্ন পূরণ হয়'।  

3/7

শনিবার সকাল থেকেই ঘাটালের নানা কেন্দ্রে ঘুরে বেড়ান দেব। কোথাও তিনি নতুন প্রজন্মের ভালোবাসা কুড়িয়ে নেন ,কোথাও আবার বড়দের আশীর্বাদ নেন মাথা পেতে।   

4/7

ভোটের দিন সকালেই সোশ্যাল মিডিয়ায় দেব লেখেন, 'আজকে আপনাদের ভালোবাসা উজাড় করে দেওয়ার দিন। আসুন নিজের ভোটটা নিজে দিন'।  

5/7

সারাদিন ফুরফুরে মেজাজেই কেন্দ্রের অলিগলি ঘুরে বেড়ালেন দেব। বাইকে করেও ঘুরতে দেখা যায় ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে।   

6/7

এদিন ভোটের শেষে সবুজ আবিরও খেললেন দেব।  

7/7

অন্যদিকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভে ফুঁসছেন ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ। ভোটের অভিনেতা-বিধায়কের দাবি, তিনি ২ লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। শেষ হাসি কে হাসেন, তা জানা যাবে আগামী ৪ জুন।