Cyclone Dana Update: শিকলে বাঁধা হচ্ছে ট্রলার, চলছে মাঝ সমুদ্রে মাইকিং! ডানার আতঙ্কে ঘুম উড়েছে দিঘায়...

Cyclone Dana Update: "আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড় দানার কারণে গোটা আনন্দটা-ই মাটি হয়ে গেল।"

Oct 23, 2024, 17:23 PM IST
1/6

দিঘায় চোখ রাঙাচ্ছে ডানা!

Cyclone Dana impact in Digha

কিরণ মান্না: ঘূর্ণিঝড় ডানার ব্যাপক প্রভাব পড়তে চলেছে দিঘায়। তেমনই আশঙ্কা। আর তাই প্রমাদ গুনছে উপকূলবাসী। দিঘা কোস্টাল থানা পুলিসের পক্ষ থেকে যে সমস্ত মৎস্যজীবীরা এখনও ফিরে আসতে পারেননি, তাদের উদ্দেশে পুলিস বোটে করে গিয়ে মাঝ সমুদ্রে মাইকিং চালাচ্ছে। শিগগিরই ফিরতে বলা হচ্ছে। 

2/6

দিঘায় চোখ রাঙাচ্ছে ডানা!

Cyclone Dana impact in Digha

শুধু তাই নয়, যারা ফিরেছেন তাঁদেরকে ট্রলারগুলো ভালো করে কাছি-শিকল দিয়ে বেঁধে রাখতেও বলা হচ্ছে। হলদিয়া কোস্ট গার্ডের পক্ষ থেকেও মাইকিং চালানো হচ্ছে। হোভারক্রাফট্ এয়ারক্রাফট করে নজরদারি চালানো হচ্ছে। ওদিকে বেলা গড়াতেই হোটেলগুলি খালি করে দেওয়া হয়েছে দিঘাতে। 

3/6

দিঘায় চোখ রাঙাচ্ছে ডানা!

Cyclone Dana impact in Digha

বিষন্ন মনেই বাড়ির পথ ধরেন পর্যটকেরা। দিঘা, মন্দারমনি, তাজপুর, হলদিয়া সর্বত্র সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার সন্ধে থেকেই মাইকিং করে জানিয়ে দেওয়া হয় বুধবার দুপুরের মধ্যে দিঘা থেকে পর্যটকদের চলে যাওয়ার জন্য। আর তারপর এদিন সকাল সকাল দিঘায় পর্যটকদের ভিড় দেখা দেয়। 

4/6

দিঘায় চোখ রাঙাচ্ছে ডানা!

Cyclone Dana impact in Digha

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিঘা থেকে পর্যটকদের সরিয়ে ফেলার তৎপরতা লক্ষ্য করা যায় প্রশাসনের তরফে। ক্যানিং থেকে আগত পর্যটক রাখী সরকার,প্রশান্ত ভুঁইয়ারা জানান, আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড় দানার কারণে গোটা আনন্দটা-ই মাটি হয়ে গেল। 

5/6

দিঘায় চোখ রাঙাচ্ছে ডানা!

Cyclone Dana impact in Digha

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, জেলা প্রশাসন, পুলিস ও জনপ্রতিনিধিরা দফায় দফায় বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করে চলেছি। স্থানীয় মানুষ থেকে পর্যটকেরা যাতে কোনওরকম কোনও সমস্যায় না পড়ে, তার জন্য উপকূল এলাকা থেকে তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে। 

6/6

দিঘায় চোখ রাঙাচ্ছে ডানা!

Cyclone Dana impact in Digha

জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আধিকারিক ও কর্মীদের নিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেন এলাকা ঘুরে। ইতিমধ্যেই নুলিয়া ও এনডিআরএফ-এর সদস্যরা উপকূলে মোতায়েন রয়েছে।