বুলবুল-এর তাণ্ডবে তছনছ বকখালি, খাঁড়িতে উল্টে পড়ে ট্রলার, লন্ডভন্ড সৈকত বাজার

Nov 10, 2019, 18:10 PM IST
1/12

তন্ময় প্রামাণিক : বুলবুল-এর তাণ্ডবে লন্ডভন্ড ফ্রেজারগঞ্জ। ক্ষতি কতটা এখনই পরিমাপ করে বলা মুশকিল। জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই এখন সুন্দরবনবাসীর।

2/12

কোনও বড় গাছ আস্ত নেই। শিকড়সুদ্ধু উপড়ে গিয়েছে। জলে ভাসছে মৃত ছাগল, গবাদি পশু।

3/12

বাড়ি লন্ডভন্ড। পাকা বাড়ির অংশ ভেঙে পড়েছে।

4/12

বিধ্বস্ত হারবার জেটি। ভেঙে চুরমার আলো স্তম্ভ।  

5/12

ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের ভিতর কোনও গাছ আস্ত নেই।

6/12

নষ্ট ঝাউ বাগান। বুলবুল আছড়ে পড়ার পর রাতের ভয়াবহ অভিজ্ঞতা উঠে আসছে মৎস্যজীবীদের কথায়। রাতের অন্ধকারে বুলবুল-এর তাণ্ডবের প্রমাণ এই উল্টে যাওয়া ট্রলার।

7/12

বুলবুলের তাণ্ডবের পর রবিবারের চেনা ছবি উধাও বকখালিতে। পর্যটক শূন্য বকখালি।  

8/12

বুলবুলের তান্ডবে তছনছ বাজার। তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন। বাজার বন্ধ থাকায় খাবার অমিল।

9/12

ক্ষতি হয়েছে বকখালি রেঞ্জের বন বিভাগেরও। বন্ধ রাখা হয়েছে পর্যটকদের প্রবেশ।

10/12

বকখালি সমুদ্র সৈকতেও খাঁ খাঁ অবস্থা।  

11/12

কোস্ট গার্ড ফ্রেজারগঞ্জের স্টেশন কমান্ড্যান্ট অভিজিৎ দাসগুপ্ত জানিয়েছেন, ১১ হাজার ট্রলার নৌকা সমুদ্র থেকে ঝড়ের আগে ফিরিয়ে আনা হয়। ফলে প্রাণহানি এড়ানো গিয়েছে।

12/12

দুর্গত মানুষের জন্য খিচুড়ি খাবারের ব্যবস্থাও করেন তাঁরা।