1/5
2/5
photos
TRENDING NOW
3/5
পরিস্থিতির কথা মাথায় রেখে গুজরারাতের সৌরাষ্ট্র, দ্বারকা ও কচ্ছ উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। সরিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার মানুষকে। ইতিমধ্যেই ওইসব জায়গায় বিপর্যয় মোকাবিল দলকে নামিয়ে দেওয়া হয়েছে। যেসব মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ১৮ হাজার মানুষকে কচ্ছের বিভিন্ন জায়গার আশ্রয় শিবিরে রাখা হয়েছে। অন্যদের রাখা হয়েছে জুনাগড়, জামনগর, পোরবন্দর, মোরবি, দ্বারকা ও রাজকোটের আশ্রয় শিবিরে।
4/5
5/5
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বৃহস্পতিবার উপকূলের দিকে বিপর্যয় যত এগিয়ে আসবে ততই বৃষ্টির পরিমাণ বাড়বে। পরে তা প্রবল বৃষ্টিপাতের আকার নেবে। আশঙ্কা রয়েছে গুজরারাতের মান্ডবি থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত ৩২৫ কিলোমিটার এলাকা তোলপাড় করতে পারে বিপর্যয়। ল্য়ান্ডফলের সময়ে ঝড়ে গতি হতে পারে ১২৫-১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
photos