আরও কাছে আমফান! ১৩০ কিমি বেগে ঝড় কলকাতায়, চূড়ান্ত সতর্কতা দুই ২৪ পরগনায়

May 20, 2020, 12:23 PM IST
1/4

ছবি- শ্রাবন্তী সাহা

ছবি- শ্রাবন্তী সাহা

 উদ্বেগ ক্রমশ বাড়ছে। বাংলার একেবারেই দোরগোড়ায় আমফান।  সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, কলকাতার গা ঘেঁষে বেরোবে আমফান। বুধবার বিকালে ১২০-১৩০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

2/4

ছবি- অয়ন ঘোষাল

ছবি- অয়ন ঘোষাল

পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। দিঘা থেকে ১৭৭ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় । এদিন বিকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে  দিঘা ও বাংলাদেশের মধ্যে ল্যান্ডফল করবে আমফান।

3/4

ছবি- সুকান্ত মুখোপাধ্যায়

ছবি- সুকান্ত মুখোপাধ্যায়

এরফলে দক্ষিণবঙ্গেরপ্রায় সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে অতি সতর্কতা জারি করা হয়েছে। আমফানের প্রভাবে মূলত দক্ষিণবঙ্গ তছনছ হওয়ার আশঙ্কা। উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

4/4

ছবি-অর্ণবাংশু নিয়োগী

ছবি-অর্ণবাংশু নিয়োগী

সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে দুই ২৪ পরগনার উপকূলে ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৫ ফুটের বেশি। পূর্ব মেদিনীপুর উপকূলে ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা হতে পারে ১২ ফুট।