IPL 2020: দুবাইয়ে কত জন নেট বোলার নিয়ে যাচ্ছে চেন্নাই, কলকাতা, দিল্লি?

Aug 11, 2020, 20:32 PM IST
1/5

আইপিএল-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।  ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল হবে ১০ নভেম্বর। করোনা উদ্বেগের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে IPL আয়োজনের সরকারি ছাড়পত্র পেয়ে গিয়েছে BCCI।

2/5

ইতিমধ্যেই আরব আমিরশাহি যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি। সঙ্গে কতজন নেট বোলার নিয়ে যাচ্ছে তারও ইঙ্গিত মিলেছে।

3/5

সূত্রের খবর, ২১ অগাস্ট দুবাইয়ের ফ্লাইট ধরবে ধোনির চেন্নাই সুপার কিংস। ধোনি-রায়নাদের নেটে বল করার জন্য ১০ জন বোলারকে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

4/5

২২ তারিখ আবুধাবিতে পৌঁছবে কলকাতা নাইট রাইডার্স। কিং খানের দলও ১০ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাবে।

5/5

চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মতো ১০ জন না হলেও ৬ জন নেট বোলারকে আমিরশাহি উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দিল্লি ক্যাপিটালসের।