1/5
2/5
photos
TRENDING NOW
3/5
১৯৬২ সালে বার্বাডোজে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন নরি কনট্র্যাক্টর এবং দিলীপ সরদেশাই। চার্লস গ্রিফিথের ভয়ঙ্কর বাউন্সার গিয়ে লাগে নরি কনট্র্যাক্টেরের মাথায়। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত নরি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানান, নরিকে বাঁচাতে রক্তের প্রয়োজন। সেইসময় ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ফ্রাঙ্ক ওরেল নিজে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন নরিম্যানের। সেই ওরেলকে শ্রদ্ধা জানিয়ে ৩ ফেব্রুয়ারি দিনটিকে Frank Worrell Day হিসেবে পালন করে আসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
4/5
5/5
photos