ভারতে রেকর্ড সংখ্যক মিউটেশন কোভিডের নয়া XBB.1.16 ভ্যারিয়ান্টের!

Apr 08, 2023, 13:24 PM IST
1/6

রেকর্ড সংখ্যক মিউটেশন

Covid XBB.1.16 variant mutation

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। এরমধ্যেই নয়া কোভিড ভ্যারিয়ান্ট XBB.1.16 নিয়ে সামনে এল নয়া তথ্য। 

2/6

রেকর্ড সংখ্যক মিউটেশন

Covid XBB.1.16 variant mutation

বিশেষজ্ঞরা বলছেন, এরমধ্যেই বহু বার মিউটেট করেছে নয়া এই কোভিড ভ্যারিয়ান্ট। শুধুমাত্র ভারতেই ১১৩ বার মিউটেশন রেকর্ড হয়েছে। যার মধ্যে বেশিটাই গুজরাট ও মহারাষ্ট্রে। 

3/6

রেকর্ড সংখ্যক মিউটেশন

Covid XBB.1.16 variant mutation

অফশুট সাবটাইপের মধ্যে যেমন পাওয়া গিয়েছে XXB.1.16.1 সাব-ভ্যারিয়ান্টটি। তবে INSACOG পোর্টাল এখনও এই সাব-ভ্যারিয়ান্টটিকে তালিকাভুক্ত করেনি।

4/6

রেকর্ড সংখ্যক মিউটেশন

Covid XBB.1.16 variant mutation

প্রসঙ্গত XBB ওমিক্রনেরই সাবলিনিয়েজ। ওমিক্রনের বিভিন্ন ভ্যারিয়ান্টের মধ্যে এটি-ই সবচেয়ে বেশি পাওয়া যায়। 

5/6

রেকর্ড সংখ্যক মিউটেশন

Covid XBB.1.16 variant mutation

প্রসঙ্গত, গত ১৫  মাসে ওমিক্রনের নতুন ৪০০ সাব ভ্যারিয়ান্ট ভারতে পাওয়া গিয়েছে। যারমধ্যে ৯০ শতাংশ-ই XBB।  

6/6

রেকর্ড সংখ্যক মিউটেশন

Covid XBB.1.16 variant mutation

এখন নয়া XBB.1.16 ভ্যারিয়ান্টের সংক্রমণের উপসর্গগুলি হল জ্বর, সর্দি, কাশি, হাঁচি পড়া, মাথা ব্যথা, গায়ে ব্যথা। কখনও কখনও পেটে ব্যথা ও ডায়েরিয়া।