করোনা আপডেট: দেশে মৃত ৫০ হাজারের কিনারায়, মোট আক্রান্ত প্রায় ২৬ লক্ষ
Aug 16, 2020, 10:45 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: কিছুতেই রোখা যাচ্ছে না করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে ফের করোনার কবলে পড়েছেন ৬৩ হাজার ৪৯০ জন। যার দরুন দেশে মোট কোভিড আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়াল ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২।
2/5
গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৯৪৪ জন। দেশে এ পর্যন্ত মোট করোনার বলি ৪৯ হাজার ৯৮০, অর্থাৎ ৫০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২২ জন। কোভিড যুদ্ধে জয়ী হয়েছেন মোট ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন। এখন সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪।
photos
TRENDING NOW
3/5
মহারাষ্ট্রে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৮৪ হাজার ৭৫৪ জন। প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৮ হাজার ২৮৬ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৫৬ হাজার ৭১৯ জন।
4/5
তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১০৫ জন। সেখানে সক্রিয় চিকিৎসাধীন করোনা রোগী ৫৪ হাজার ২১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭২ হাজার ২৫১ জন। মোট প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬৪১ জন।
5/5
দেশে তৃতীয় করোনা বিধ্বস্ত রাজ্য অন্ধ্র প্রদেশ। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৮১৭ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৬২ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৮ হাজার ১৩৮। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯১ হাজার ১১৭ জন।