Covaxin : কোভ্যাক্সিনের আরও এক প্রাপ্তি, Shelf লাইফ বেড়ে ১২ মাস

Nov 03, 2021, 18:19 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : করোনার টিকাকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  কোভ্যাক্সিনের Shelf লাইফ বেড়ে হল ১২ মাস।   

2/7

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল বা CDSCO এই Shelf লাইফ বাড়ানোর অনুমোদন দিয়েছে। 

3/7

আগে কোভ্যাক্সিনের ক্ষেত্রে এটা ছিল ৬ মাস। এখন সেটা বেড়ে হল ম্যানুফ্যাকচার তারিখ থেকে ১২ মাস বা ১ বছর। 

4/7

কোভ্যাক্সিনের কার্যকারী মেয়াদ বা স্টেবিলিটি ডেটার উপর ভিত্তি করেই এই Shelf লাইফ বাড়ানো হয়েছে। 

5/7

যদিও নির্মাতা সংস্থা ভারত বায়োটেক CDSCO-র কাছে আর্জি জানিয়েছিল কোভ্যাক্সিনের Shelf লাইফ বাড়িয়ে ২৪ মাস করার জন্য।

6/7

এই মর্মে চলতি বছর এপ্রিলে আবেদন করেছিল ভারত বায়োটেক। সেই আবেদনের ভিত্তিতেই এবার তা ১২ মাস করা হল। 

7/7

এখন থেকে কোভ্যাক্সিনকে ২ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১২ মাস সংরক্ষণ করে রাখা যাবে।