কয়েকটি রাজ্যে শুরু হয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ, মেনে নিলেন হর্ষ বর্ধন

Oct 18, 2020, 20:15 PM IST
1/5

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দেশে করোনার গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিল কেন্দ্র। কিছুদিন আগে পর্যন্তও দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞ  ও কেন্দ্রের সঙ্গে তরজা চলত। তবে এবার গোষ্ঠী সংক্রমণের কথা মেনে নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

2/5

রবিবার হর্ষ বর্ধন তাঁর 'সানডে সম্বাদ'-এ এক প্রশ্নের উত্তরে বলেন, বর্তমানে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে রয়েছে দেশ। তবে তা দেশের কয়েকটি রাজ্যে ও জেলায়।

3/5

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। অন্যান্য রাজ্যেও কি তা শুরু হয়েছে? হর্ষ বর্ধন বলেন, দেশের বিভিন্ন রাজ্যের একাধিক পকেটে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেই মনে হয়। বিশেষ করে ঘন বসতিপূর্ণ এলাকায়। তবে তা গোটা দেশজুড়ে হচ্ছে না। দেশের গুটিকয় রাজ্যের কয়েক অঞ্চলে তা দেখা যাচ্ছে।

4/5

কয়েক মাস ধরে অস্বীকার করার পর এই প্রথম করোনার গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করল কেন্দ্র।  

5/5

উল্লেখ্য, গত জুলাই মাসে দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে একটি গাইডলাইন দিয়েয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পরে তা স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়।